Logo
Logo
×

আন্তর্জাতিক

খেলতে খেলতে শিশুটি পড়ে গেল গভীর খাদে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৬:০৬ এএম

খেলতে খেলতে শিশুটি পড়ে গেল গভীর খাদে

ছবি: এনডিটিভি

শিশুটি সবে হাঁটতে শিখেছে। বয়য় দুই বছর। সোমবার খেলার সময় ১০০ মিটার গভীর গর্তের ভেতর পড়ে যায়। গত সাত দিন ধরেই সেখানে আটকে আছে সে।

দক্ষিণ স্পেনের এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। তাকে উদ্ধারে ব্যাপক অভিযানের অংশ হিসেবে একটি টানেল খোঁড়া শুরু হয়েছে।

সোমবার শিশুটি যখন খেলতে খেলতে গর্তে পড়ে যায়, তখন তার বাবা-মা দুপুরের খাবার খাচ্ছিল।

শনিবার ঘটনাস্থলে বিশাল আকৃতির ড্রিলিং মেশিন স্থাপন করা হয়েছে। যে গর্তে শিশুটি পড়ে গেছে, তার পাশে সমান করে আরেকটি খোঁড়া হবে।

অভিযানের নেতৃত্ব দেয়া প্রকৌশলী অঞ্জেল গারসিয়া বলেন, তাকে উদ্ধারে যত দ্রুত সম্ভব আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে চাই। যদি পরিস্থিতি আমাদের সুযোগ করে দেয়, তবে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।

তিনি বলেন, তবে শিশুটিকে জীবিত উদ্ধারর আশা খুবই ক্ষীণ। মানুষের অনবরত সংহতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

খাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম