Logo
Logo
×

আন্তর্জাতিক

আরব আমিরাতে পোপের প্রথম সফর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৮ এএম

আরব আমিরাতে পোপের প্রথম সফর

আরব আমিরাত সফরে পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে সফরে গেছেন খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান যাজক পোপ ফ্রান্সিস। রোববার তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যান। খবর রয়টার্স। 

ইয়েমেনের যুদ্ধে অন্যতম নেতৃস্থানীয় সামরিক ভূমিকা পালন করেছে আরব আমিরাত। ইয়েমেন যুদ্ধের বিষয়ে কঠোর নিন্দা জানানোর পরই তিনি সেখানে যান।  

ইয়েমেনের লাখ লাখ ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা সরবরাহ ও শান্তিচুক্তি মেনে চলার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। 

সেন্ট পিটার্স স্কয়ারে লাখো মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এই শিশুদের ও তাদের পিতামাতাদের কান্না খোদার কাছ পর্যন্ত চলে গেছে। আসুন আমরা তাদের জন্য জোরালোভাবে প্রার্থনা করি।

প্রায় চার বছর ধরে চলা ইয়েমেনের যুদ্ধে লড়াইরত পক্ষগুলো প্রথমবারের মতো বড় ধরনের একটি শান্তি আলোচনায় ডিসেম্বরে অস্ত্রবিরতি করতে সম্মত হয়।

ইয়েমেনের লড়াইয়ে হাজার হাজার লোক নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ লোক দুর্ভিক্ষের মুখে আছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংযুক্ত আরব আমিরাত পোপ ফ্রান্সিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম