Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে ইশারার মাধ্যমে বিয়ে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৩ এএম

যে কারণে ইশারার মাধ্যমে বিয়ে

বর-কনে। ছবি: সংগৃহীত

বর বোবা আর কনে কানে শোনে না- কীভাবে হবে বিয়ে। পরে ইশারার মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে। 

শনিবার সন্ধ্যায় কলকাতার রাজারহাটে এভাবেই বিবাহ সম্পন্ন হয় ইতিকা বিশ্বাস (তিন্নি) ও অরিত্র ঘোষের (রাজা)।

তবে বর-কনের এ অবস্থা হলেও কমতি ছিল না বিয়ের কোনো আয়োজনে। 

বর আসতেই তার দিকে তাকিয়ে বুকের কাছে হাত জোড় করে আনন্দ প্রকাশ করেন তিন্নি।    

তিন্নির বোন অঙ্কিতা বিশ্বাস জানান, কানে না শুনলেও বিয়ের শাড়ি, গহনা সব কিছুই হয়েছে তার নিজের পছন্দে। 

এদিকে রাজার মা শ্যামলী ঘোষ জানান, রাজাও নিজেই বিয়ের কার্ড, মেনু সব কিছু পছন্দ করে মতামত দিয়েছে। এ ছাড়া ছেলের পছন্দেই তিন্নির সঙ্গে তার বিয়ে দেয়া হচ্ছে।

কলকাতা বর কনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম