Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরাক যুদ্ধের কুশিলবরাই ইরানে হামলার ফন্দি আঁটছে: জারিফ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৬ এএম

ইরাক যুদ্ধের কুশিলবরাই ইরানে হামলার ফন্দি আঁটছে: জারিফ

যারা এক সময় ইরানের বিরুদ্ধে ইরাককে যুদ্ধের উসকানি দিয়েীছল তারাই এখন ইরানে হামলার কথা বলছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শুক্রবার মার্কিন টিভি চ্যানেল এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

জারিফ আরও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের যেকোনো ধরণের চেষ্টা মানেই আত্মহত্যা। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বাধানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে জারিফ বলেন, পরমাণু সমাঝোতার জন্য ১৩ বছর আলোচনা হয়েছে। ট্রাম্প আন্তর্জাতিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয়, তাই তার ওপর  আর আস্থা রাখা যায় না।

ট্রাম্প গত ৮ মে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে।

এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি মার্কিন সরকারের বিশ্বাসঘাতকতা ও আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতার কয়েকটি উদাহরণ তুলে ধরেন।

 

ইরাক যুদ্ধের কুশিলবরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম