Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫১ এএম

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালক

জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালক কুরালারাসান

ভারতের দক্ষিণী চলচ্চিত্র যারা দেখেন বা সে বিষয়ে ঝোঁক রয়েছে তারা কুরালারাসানকে এক নামে চেনেন।

তিনি তামিল সিনেমার অভিনেতা ও সঙ্গীত পরিচালক। তার বাবা টি রাজেনদারও একজন পেশাদার অভিনেতা।

বাবার হাত ধরেই চলচ্চিত্রে হাতেখড়ি হয় কুরালারাসানের। বাবা টি রাজেনদার অভিনীত সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করতেন তিনি ।

পাশাপাশি গানেও ভালো দখল ছিল কুরালারাসানের।

সম্প্রতি হঠাতই পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন কুরালারাসান।   

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কুরালারাসান চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে তার অভিভাবক বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদারের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরালারাসানের ইসলাম গ্রহণের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল।

বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেছে অনেক ভারতীয়।

তার তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তার ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণের ভিডিওটি দেখুন-


কুরালারাসানের ইসলাম গ্রহণকে স্বাগত জানিয়েছে তার পরিবারও।

এ বিষয়ে টি রাজেনদার বলেন, আমি সব ধর্মকেই সমান ও সঠিক বলে মনে করি।  সব ধর্মের সহনশীলতাই আমার নীতি।

কুরালারাসান ছাড়াও তার আর দুই সন্তান নিজের পছন্দের ধর্ম পালন করছেন বলে জানান টি রাজেনদার।

তিনি বলেন, তামিল চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা সিম্বু আমার বড় ছেলে শিবভক্ত। আর আমার মেয়ে খ্রিস্টান ধর্মের অনূরাগী। ঘরে মন্দির ও চার্চ দুটোই আছে।

এতে তার কোনো আপত্তি নেই বলে জানান টি রাজেনদার।

এবার সেখানে যোগ হতে চলেছে মসজিদ।

ছোট ছেলে কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্তটিকে তিনি একইরকমভাবে সম্মান জানান বলে ভারতীয় গণমাধ্যমকে বলেন তিনি।

প্রসঙ্গত, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তামিল সঙ্গীত শিল্পী ও পরিচালক এ আর রহমান।  ২৩ বছর বয়সে ১৯৮৯ সালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ধর্মান্তরিত হন তিনি।  ধর্মের সঙ্গে নামও পরিবর্তন করে দিলীপ কুমার থেকে হয়ে যান আল্লা রাখা রহমান, সংক্ষেপে এ আর রহমান।

এবার সেই একই পথ অনুসরণ করে আরেক তামিল সঙ্গীত পরিচালক কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করলেন।

 

তামিল কুরালারাসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম