Logo
Logo
×

আন্তর্জাতিক

চার ঘণ্টায় বিশালাকার পাখিকে গিলে খেল অজগর (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৪ এএম

চার ঘণ্টায় বিশালাকার পাখিকে গিলে খেল অজগর (ভিডিও)

পাখিকে গিলে খাচ্ছে অজগর। ছবি: ফেসবুক

রোমাঞ্চকর, মজাদার ঘটনা বা কোনো দুঘর্টনার দৃশ্য দেখলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অনেকে।

এসব ঘটনার অনেকগুলোই হু হু করে ভাইরাল হয়েও পড়ে।

তাই বলে এমন দৃশ্য ফেসবুকে শেয়ার করবেন তা কল্পনাও করেননি অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্যাথি গল।

গত বুধবার সকালে অস্ট্রেলিয়ার কিংসক্লিফে বাড়ির ছাদে ওঠে তিনি যে ভয়ানক দৃশ্য দেখলেন তা ফেসবুকে ছড়িয়ে দিতে ভুলেননি।

ছবিতে দেখা গেছে, টিভির অ্যান্টেনার সঙ্গে পেঁচিয়ে রয়েছে প্রকাণ্ড একটি অজগর। আর সেটি বড় আকারের একটি পাখিকে গিলে খাচ্ছে।

ওই ছবির ক্যাপশনে ঘটনার বর্ণনা দিলেন ক্যাথি, ‘অকারণেই ছাদে উঠলাম আর এমন দৃশ্য দেখতে হলো। দেখলাম আমাদের টিভি অ্যান্টেনা বেয়ে ওপর থেকে ঝুলে আছে একটি কার্পেট অজগর। সে একটি বড় কুরাওং পাখি শিকার করেছে এবং আস্তা আস্তে পাখিটিকে গিলে খাচ্ছে।’

ভয়ঙ্কর সেই দৃশ্যটি ক্যাথি ভিডিওতে ধারণ করে কিংসক্লিফ হ্যাপেনিংস নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। এর পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি দেখুন-

 

 

ক্যাথির সাক্ষাৎকার নেয় এবিসি নিউজ।

তিনি সাক্ষাৎকারে জানান, ‘আমি স্তব্ধ হয়ে যাই! পুরো পাখিটা গিলে খেতে সাপটির ঘণ্টা চারেক সময় লেগেছে।’


এ ধরনের আরেকটি ভয়ানক ভিডিও গত বছর ভাইরাল হয়েছিল ফেসবুকে।  

ফ্লোরিডায় একটি বার্মিজ পাইথনের বিশাল আকারের হরিণ গিলে খাওয়ার ভিডিও ছিল সেটি।

 

অজগর গিলে খাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম