বিজেপির হাতে প্রাণনাশের আশঙ্কা পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিক উল্লাহর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৪ পিএম
পশ্চিমবঙ্গের জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিক উল্লাহ চৌধুরী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাম্প্রদায়িক শক্তির হাতে প্রাণনাশের আশঙ্কা করেছেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিক উল্লাহ চৌধুরী। আরএসএস, বজরং দলের পক্ষ থেকে একাধিকবার খুনের হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন রাজ্যের সংখ্যালঘু এ মন্ত্রী ও জমিয়তে উলামা হিন্দের রাজ্যপ্রধান।
রোববার নদিয়া জেলার কালীগঞ্জের দেবগ্রামে ইমাম মুয়াজ্জিনদের জেলা সম্মেলনে যোগ দিয়ে সিদ্দিক উল্লাহ বলেন, নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করবেন তিনি।
লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্ববাদ নিয়ে নিজেদের ভিত শক্ত করতে চাইছে বিজেপি। বিভিন্ন এলাকায় বিভেদের ভিত্তিতে রাজনৈতিক লড়াইয়ের চেষ্টাও চালাচ্ছে তারা।
দেবগ্রামের সভায় সিদ্দিক উল্লাহ চৌধুরীর দাবি, ‘ট্রেনে বসে ওরা আলোচনা করছে, সিদ্দিক উল্লাহকে গুলি করে মারব। কৃষ্ণনগর-শিয়ালদাগামী ওই ট্রেনে যারা উপস্থিত ছিলেন, তারা আমাকে এ কথা জানিয়েছেন। যারা এগুলোর চর্চা করছে, তারা সবাই বজরং, আরএসএসের সদস্য।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ওই ট্রেনে এক মাওলানা ছিলেন। তাকেই বলা হয়েছে যে, তিনি যেন আমাকে এই খবর দেন এবং প্রস্তুত থাকতে বলেন। আমার ওপর তাদের রাগের কারণ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। সবাইকে বোঝাচ্ছি, বিজেপির দিকে না এগোতে, তাই ওরা এই পরিকল্পনা করেছে।’
এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবেন বলেও জানিয়েছেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিক উল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমি প্রথমবার এ ধরনের অভিযোগ করছি। দুই ঘণ্টা আগে এই খবর পেয়ে আমি নিরাপত্তাহীনতা অনুভব করছি। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখব। নিরাপত্তা চাইব। দেশপ্রেম কারও কাছে শিখব না। স্বাধীনতার সময় আমরা দেশ রক্ষায় প্রমাণ দিয়েছি। এই দেশে আমরা থাকব। কোথাও যাব না। এখানেই মরব, এখানেই বাঁচব।’
রোববার দেবগ্রামের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক কল্লোল খাঁ, হাসানুজ্জামান সেখ, সংখ্যালঘু সেলের জুলফিকার আলিও। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সংখ্যালঘু এই মন্ত্রীর এমন অভিযোগ পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
