Logo
Logo
×

আন্তর্জাতিক

আটক এক ফরাসি নাগরিককে মুক্তি দিল ইরান

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৮ এএম

আটক এক ফরাসি নাগরিককে মুক্তি দিল ইরান

অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ফ্রান্সের এক নাগরিককে মুক্তি দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি জানান, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রোববার তাকে মুক্তি দেয়া হয়েছে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ এর আগে জানিয়েছিলেন, তার দেশের একজন নাগরিক ইরানে খনিবিষয়ক একটি বেআইনি চুক্তি করার দায়ে আটক হয়েছেন।

তাকে ইরানের দক্ষিণাঞ্চলীয় ‘কিশ’ দ্বীপ থেকে আটক করা হয়েছে এবং তাকে মুক্ত করার জন্য প্যারিস তেহরানের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে মুক্তি দেয়া ফরাসি নাগরিকের নাম-পরিচয় বা কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মুক্তি দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম