Logo
Logo
×

আন্তর্জাতিক

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৪ এএম

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

মিসরে ট্রেন দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন।

বুধবার কায়রোর প্রধান রেলস্টেশন রামেসিসে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার কারণে ইতিমধ্যে পদত্যাগ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত। 

রামেসিস স্টেশনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতিপথ আটকে দেয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগবিতণ্ডয় জড়িয়ে পড়েন। 

এ সময় ওই দুই ট্রেনের মধ্যে একটি ট্রেন তখনও চালু ছিল। সেই চালু থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে জোরালো বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ ঘটনায় স্টেশনে অবস্থানরত লোকজন বেশি হতাহত হন।  

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

পাশাপাশি দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দেন তিনি। এ ছাড়া এর সঙ্গে জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেন তিনি।

মিসর কায়রো ট্রেন দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম