Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনিজুয়েলার তেল কোম্পানির দফতর রাশিয়া সরিয়ে নেয়ার নির্দেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০৮:০৩ এএম

ভেনিজুয়েলার তেল কোম্পানির দফতর রাশিয়া সরিয়ে নেয়ার নির্দেশ

ভেনিজুয়েলার রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি পিডিভিএসএর দফতর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রডরিগেজ শুক্রবার রাশিয়া সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।  খবর দ্যা মস্কো টাইমসের।

তিনি বলেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে ভেনিজুয়েলার সহযোগিতা শক্তিশালী করতে এ পদেক্ষপ নিয়েছে মাদুরো সরকার। তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করবে কারাকাস।

ভেনিজুয়েলার তেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম