Logo
Logo
×

আন্তর্জাতিক

বালাকোটে ভারতের বোমাবর্ষণে মারা গেছে শুধু একটি কাক!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০৮:০১ এএম

বালাকোটে ভারতের বোমাবর্ষণে মারা গেছে শুধু একটি কাক!

ছবি: সংগৃহীত

গত মঙ্গলবারের পাকিস্তান সীমান্ত বালাকোটে ভারতের বিমান হামলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি জানিয়েছিল নয়াদিল্লি।

২১ মিনিটের ওই অভিযানে ১ হাজার কেজি ওজনের পাঁচ থেকে ছয়টি লেজার গাইডেড বোমা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোট, মুজাফফরাবাদ, চোকথি-এই তিন জায়গায় ফেলা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে দাবি করেছিলেন, ওই হামলায় জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষক, জ্যেষ্ঠ কমান্ডার-সহ অনেক জঙ্গি নিহত হয়েছে। এতে পুলাওয়ামার ঘটনায় জড়িতরাও নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।’

তবে সেই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করে পাকিস্তান।

আল জাজিরা জানিয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। কোনো জঙ্গি ঘাঁটিতে নয়, বালাকোটের পাহাড়ি এলাকায় ফাঁকা বোমা হামলা করেছে ভারত।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়েটার্স জানিয়েছে, এ হামলায় আহত হয়েছেন বালাকোটের একমাত্র বাসিন্দা ৬২ বছর বয়সী নুরাহ শাহ।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটের উত্তর-পূর্বাঞ্চলের জাবা গ্রামের অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স।  তারা কেউ নুরাহ শাহ আহত হওয়া ছাড়া অন্য কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।

রয়টার্সকে জাবা গ্রামের বাসিন্দা নুরাহ শাহ বলেন, ‘মঙ্গলবার ভোরে তার মাটির তৈরি বাড়িটি কেঁপে উঠে এবং ডান চোখের ওপরের দিকে সামান্য একটু কেটে যায়।’

জাবা গ্রামের আরেক অধিবাসী আব্দুর রশীদ বলেন, ‘ওই দিন ভোরে বিস্ফোরণে সবকিছু কেঁপে উঠেছিল। তবে এতে কোনো মানুষ মারা যায়নি। পাহাড়ের বেশ কিছু পাইন গাছ মাটিতে হেলে গেছে। তবে একটি কাক মারা যেতে দেখেছি।’

সকালে মাটিতে চারটি বিশাল গর্ত ও কিছু স্পিলিন্টার গাছে বিদ্ধ অবস্থায় দেখতে পেয়েছেন বাসিন্দারা।

জাবার বেসিক হেলথ ইউনিট হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিক বলেন, ‘এটা একটা বড় মিথ্যাচার। একজন ব্যক্তির আহত হবার কথা শুনেছি। কেউ নিহত বা গুরুতর আহত হলে আমাদের এখানে আনা হতো তাদের। এখন পর্যণ্ত এমন কাউকেই দেখিনি।’


বালাকোটের ওই হামলায় ভারত কী অর্জন করেছে সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।

দেশটির বিরোধী দলগুলো ওই অভিযানের ফলাফলে তথ্য প্রকাশ করতে ক্ষমতাসীন সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।

বালাকোটে ভারতের বিমান হামলায় কেউ মারা গেছে কিনা সন্দেহ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কয়েকটি বিদেশি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমরা শুনেছি বোমাটা ঠিক জায়গায় পড়েনি, বোমাটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি। কেউ কেউ বলছেন, একজন মারা গিয়েছে।’

তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, ‘ভারতীয় বিমানহানায় ঠিক ক’জনের মৃত্যু হয়েছে? বোমাটা কী ঠিক জায়গায় পড়েছে?’

প্রসঙ্গত, পাহাড়বেষ্টিত জাবা গ্রাম বনাঞ্চলের জন্য পাকিস্তানি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান।

এই স্থান থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত অ্যাবোটাবাদ।  যে অঞ্চলে ২০১১ সালে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয়েছিলেন ওসামা বিন লাদেন।

বালাকোট হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম