Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানি ড্রোন ধ্বংস করে দেয়ার দাবি ভারতীয় সেনাদের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৬:৫৭ এএম

পাকিস্তানি ড্রোন ধ্বংস করে দেয়ার দাবি ভারতীয় সেনাদের

আনম্যান্ড এরিয়াল ভেহিকল (ড্রোন) ছবি: সংগৃহীত

একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার সাড়ে ৭টার দিকে ভারতের রাজস্থানের গঙ্গানগরের আকাশে উড়ছিল এই পাকিস্তানি ড্রোন। ড্রোনটিকে ভূপাতিত করে নষ্ট করে দেয় সেনাবাহিনী।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার রাজস্থানের গঙ্গানগরে পাক-ভারত সীমান্ত পেরিয়ে পাক আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল (স্বয়ংক্রিয় আকাশযান) ঢুকে পড়ে। ভারতীয় সেনাবাহিনী পাক ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছে।

এর আগেও ভারত সীমান্তে পাকসেনারা ড্রোন পাঠিয়েছিল বলে ভারতীয় সেনাবাহিনী থেকে জানানো হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক হামলার পর দিন গুজরাট সীমান্ত পেরিয়ে কুচ জেলার আকাশে একটি পাক ড্রোন ঢুকে পড়ে। সেই ড্রোনকেও গুলি করে ধ্বংস করেন ভারতীয় সেনারা। পরে ভারতীয় গণমাধ্যমে গুজরাট সীমান্তের নানঘাটাড় গ্রামে ড্রোনটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

পাক ড্রোন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম