Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে আল্লামা তাকি উসমানীর গাড়িবহরে হামলা, নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ১১:১৩ এএম

পাকিস্তানে আল্লামা তাকি উসমানীর গাড়িবহরে হামলা, নিহত ২

শুক্রবার দুপুরে করাচিতে আল্লামা তাকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ছবি: জি নিউজ

পাকিস্তানের করাচিতে বিশ্বখ্যাত আলেম আল্লামা তাকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

তাকি উসমানীকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি ও তার স্ত্রী প্রাণে বেচেঁ গেলেও ২জন নিহত হয়েছেন। নিহত  ২ জন তাকি উসমানির নিরাপত্তারক্ষী বলে জানা যায়।

নিহতদের মধ্যে একজন পুলিশের নিরাপত্তারক্ষী ফারুক এবং অপরজন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী সানোবার খান।

শুক্রবার দুপুরে করাচিতে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। খবর ডন ও জি নিউজের।

জানা যায়, তাকি উসমানিকে বহনকারী গাড়িসহ অপর একটি গাড়িতে হামলা চালানো হয়। এতে তাকি উসমানী ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।  পুলিশ তাদেরকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করেছে।

তবে হামলার স্থান সম্পর্কে পাকিস্তানের পুলিশের কয়েকটি বক্তব্য এসেছে। 

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানায়, প্রথমে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল হাইওয়ের ফয়সাল নার্সারির কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে, পরে বলা হয়েছে গুলশান- ই-ইকবালের নিপাপুল এলাকার কাছে গুলিবর্ষণ হয়। 

তাকি উসমানীর গাড়ীবহরে বহরে থাকা দু’টি গাড়ী টার্গেট করে গুলি চালায় সন্ত্রাসীরা।

করাচির গুলশান-ই-ইকবাল ও শারিয়া ফয়সাল এলাকায় প্রথমে দুটি পৃথক গুলিবর্ষণের খবর পাওয়া যায়। পর গাড়ি দু’টি নিপা ফ্লাইওভারে হামলার মুখে পড়ে।

দু’টি মোটর সাইকেলে চারজন বন্দুকদারী মুফতি তাকি উসমানীর গাড়ির পেছন দিক থেকে গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যায়।

ওই সময় মুফতি তাকি উসমানীর সঙ্গে তার স্ত্রী ও  চার নাতি  গাড়িতে ছিলেন।

দারুল উলুম করাচির মুখপাত্র তালহা রহমানী জানিয়েছেন, আল্লামা তাকি উসমানী প্রাণে বেচেঁ গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।

করাচির এডিশনাল আইজি আমির শেখ বলেছেন, এটি জঙ্গিবাদী কোনো হামলা নয়।  পাকিস্তান ও করাচিকে অশান্ত করার পরিকল্পিত ষড়যন্ত্র।

সিন্ধু প্রদেশের আইজি গণমাধ্যমকে জানিয়েছেন, তাকি উসমানীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলেও তিনি নিরাপদে রয়েছেন।

আল্লামা তাকি উসমানী বিশ্বখ্যাত মুসলিম স্কলার হিসেবে পরিচিত। আরব বিশ্বসহ পুরো বিশ্বের মুসলিম সমাজে ব্যাপক জনপ্রিয় তিনি।

দারুল উলুম করাচির এ ভাইস প্রিন্সিপাল পাকিস্তানের প্রথম গ্রান্ড মুফতি শফি রহ. এর ছেলে এবং পাকিস্তানের  বর্তমান গ্যান্ড মুফতি রফি উসমানির ছোট ভাই। তিনি পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি।

 

পাকিস্তান গাড়িতে হামলা তাকি উসমানি তাকি উসমানীর ওপর হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম