Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলংকায় হামলায় জড়িত সন্দেহে দুটি ইসলামী সংগঠন নিষিদ্ধ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০৭:৫১ এএম

শ্রীলংকায় হামলায় জড়িত সন্দেহে দুটি ইসলামী সংগঠন নিষিদ্ধ

শ্রীংলাকায় গির্জা ও অভিজাত হোটেলে আত্মাঘাতী হামলায় জড়িত সন্দেহে দুটি ইসলামী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রধান সন্দেহভাজনের স্ত্রী-সন্তান আহত হওয়ার পর হামলায় ওই দুটি গ্রুপের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। খবর রয়টার্সের।

হামলার এক সপ্তাহ পর শনিবার প্রেসিডেন্ট সিরিসেনা এক বিবৃতিতে বলেন, ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) ও জামাতে মিল্লাতু ইব্রাহিম নামে দুটি ইসলামী সংগঠনকে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা বলে নিষিদ্ধ করা হয়েছে।

সংগঠন দুটির বিরুদ্ধে আরও আগে থেকেই নাশকতার অভিযোগ থাকলেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে এতোদিন এগুলোকে নিষিদ্ধ করা যায়নি বলে দেশটির কর্তৃপক্ষ জানায়।
পুলিশ বলছে, এনটিজের শীর্ষ নেতা মো. হাশিম জাহরানই শ্রীলংকায় বোমা হামলার মূল হোতা।

শ্রীলংকায় গত রোববার খ্রিস্টানদের স্টার সানডেতে কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলে আত্মাঘাতী বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত এবং পাঁচশ' মানুষ আহত হয়েছেন।

ইসলামী সংগঠন নিষিদ্ধ শ্রীলংকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম