Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাক্টরে বিশ্ব ভ্রমণ, ফ্রান্স থেকে যাচ্ছেন ভারতে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ০৩:১৫ পিএম

ট্রাক্টরে বিশ্ব ভ্রমণ, ফ্রান্স থেকে যাচ্ছেন ভারতে

ট্রাক্টরে বিশ্ব ভ্রমণ। ফাইল ছবি

মানুষ নানাভাবে বিশ্ব ভ্রমণ করে। কেউ সাইকেলে করে, কেউ গাড়িতে চড়ে কেউবা পায়ে হেঁটে। 

তবে এবার ট্রাক্টর চালিয়ে বিশ্ব ভ্রমণের কথা জানালেন ফ্রান্সের ভ্রমণপিপাসু মার জারদিন। তিনি ইতিমধ্যে ট্রাক্টর নিয়ে বিশ্ব সফরে বের হয়েছেন।

জারদিন ফ্রান্স থেকে ট্রাক্টর নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি তুরস্কে এসে যাত্রা বিরতি নেন।

জারদিন তুরস্কের মালকারা জেলার টেকিরডাগ এলকায় ট্রাক্টর নিয়ে বিশ্রামের জন্য অবস্থান করছেন। 

সাংবাদিকদের জারদিন বলেন, তিনি ফ্রান্স থেকে ভ্রমণ শুরু করেছেন। ট্রাক্টরে চেপেই তিনি বিশ্ব ভ্রমণ করবেন। 

তিনি বলেন, আমার এখন যাত্রাপথ ভারত, আমি আশা করছি এটা আমার ভালোবাসার ভ্রমণ হবে। আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি এ ধরনের জীবন উপভোগ করছি। 

স্থানীয়রা জানান, জারদিন ওই এলাকা থেকে বিশ্রাম নিয়ে ভ্রমণে বের হয়েছেন।  
সূত্র: ইয়েনি শাফাক

ট্রাক্টর বিশ্ব ভ্রমণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম