Logo
Logo
×

আন্তর্জাতিক

চেয়ারে বসার 'অপরাধে' দলিত যুবককে পিটিয়ে হত্যা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ০৭:৫৮ এএম

চেয়ারে বসার 'অপরাধে' দলিত যুবককে পিটিয়ে হত্যা

নিহত দলিত যুবক

ভারতের গুজরাটে কেবল চেয়ারে বসার 'অপরাধে' সমাজের উঁচু শ্রেণির লোকজন জিতেন্দ্র (২১) নামে এক দলিত সম্প্রদায়ের যুবককে পিটিয়ে হত্যা করেছে।

গুজরাটের প্রত্যন্ত কোত গ্রামে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনাটি গত মাসের শেষের দিকে ঘটলেও গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেয়েছে রোববার। খবর বিবিসির।

২৬ এপ্রিল ওই বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসে খাবার খাওয়ার সময় কয়েকশ মানুষের সামনে দলিত ওই যুবককে ধরে উঁচু বর্ণের লোকজন বেধড়ক পিটুনি দিলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান জিতেন্দ্র।

ভারতের অনগ্রসর এলাকাগুলোতে এখনও নিম্ন বর্ণের হিন্দু ও দলিত লোকদের পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটছে, যার বেশিরভাগ প্রকাশ্যে আসে না।

যুবককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম