Logo
Logo
×

আন্তর্জাতিক

ভার্জিনিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ০৩:১৯ এএম

ভার্জিনিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি সরকারি দফতরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১২ জন প্রাণ হারিয়েছেন।

পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।  তবে, পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।  খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে,  স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে) ওই সরকারি কর্মচারী তাকে 'অন্যায়ভাবে' চাকরিচ্যুত করার প্রতিবাদে সহকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।

এ ঘটনায় এক পুলিশ অফিসারও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।  স্থানীয় সময় শুক্রবার বেলা ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে ঢুকেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

খবর পেয়ে দ্রুত পুলিশ এসে ওই অফিসটি ঘিরে ফেলে এবং ভবন থেকে লোকজনকে বের হয়ে আসতে সাহায্য করে।  একপর্যায়ে তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।

 

গুলিতে নিহত ১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম