Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান: ৪ তরুণ নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ১২:১৭ পিএম

কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান: ৪ তরুণ নিহত

কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে ৪ কাশ্মীরি তরুণ নিহত হয়েছে। রোববার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় ভারতীয় বাহিনীর অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে। খবর জিয়ো নিউজ উর্দু।

কাশ্মীরের গণমাধ্যমসূত্রে জিয়ো টিভি জানায়, সোপিয়ানের পানজির এলাকায় স্বাধীনতাকামীদের টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বাহিনী। অভিযানের শুরুতে সকালেই ২ তরুণ নিহত হয়। দুপুরের পর আরও ২জনের  মৃত্যুর খবর পাওয়া যায়। 

সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গোলাগুলির স্থান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছে ভারতীয় বাহিনী। গত সপ্তাহে পুলওয়ামার আরিহলে ভারতীয় জওয়ানদের গাড়িতে বিস্ফোরণের পর থেকেই উত্তপ্ত রয়েছে দক্ষিণ কাশ্মীর । 

৪ তরুণ নিহতের ঘটনায় সোপিয়ান জেলায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোপিয়ানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ভারত।

কাশ্মীরি গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের ওই এলাকায় বিগত একমাসে ভারতীয় বাহিনীর গুলিতে ৩৪জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। 

ভারত কাশ্মীর অভিযান নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম