Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্ককে অত্যাধুনিক হেলিকপ্টার দিল রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০১:০৪ পিএম

তুরস্ককে অত্যাধুনিক হেলিকপ্টার দিল রাশিয়া

রাশিয়ার ক-৩২ মডেলের হেলিকপ্টার। ফাইল ছবি

রাশিয়ার একটি কোম্পানি তুরস্ককে অত্যাধুনিক তিনটি হেলিকপ্টার হস্তান্তর করেছে। বুধবার ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে বগিনস্কাই বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ান হেলিকপ্টার কোম্পানি জেএসসি প্রধান আন্দ্রে বগিনস্কাই সাংবাদিকদের বলেন, তুরস্ককে আমরা চুক্তি অনুযায়ী ক-৩২ হেলিকপ্টার হস্তান্তর করেছি। 

তিনি বলেন, মস্কো ও আঙ্কারার মধ্যে এই ফার্ম থেকে আরও হেলিকপ্টার কেনা নিয়ে আলোচনা চলছে।

গত বছর তুরস্কের ভূমধ্যসাগরীয় এলাকার আনতালিয়ায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে ক-৩২ হেলিকপ্টার নিয়ে চুক্তি হয় এবং সেখানে ইউরোশিয়া আকাশ মহড়া অনুষ্ঠিত হয়।

এ হেলিক্পটারগুলো অগ্নিনির্বাপক কাজে ব্যবহার হতে পারে।

এছাড়া, রাশিয়া থেকে কেনা এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কয়েকদিনের মধ্যেই হাতে পাচ্ছে তুরস্ক। 

হেলিকপ্টার তুরস্ক রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম