Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনা বিলিনিয়রের জীবন বদলানো বক্তৃতার মধ্যে মাথায় পানি ঢাললেন দর্শক

Icon

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ১২:৫৫ পিএম

চীনা বিলিনিয়রের জীবন বদলানো বক্তৃতার মধ্যে মাথায় পানি ঢাললেন দর্শক

ভিডিও থেকে ছবি সংগৃহীত

চীনা বিলিনিয়রের জীবন বদলানো বক্তৃতার মধ্যেই মঞ্চে উঠে মাথায় পানি ঢেলে দিয়েছেন এক দর্শক।  রাজধানী বেইজিংয়ে বাইডু ক্রিয়েট-২০১৯ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় অপ্রীতিকর এই পরিস্থিতির মুখে পড়েন বাইডুর সিইও রবিন লি। খবর সিএনএনের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ভিডিও উঠে এসেছে।  ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের প্রায় মাঝামাঝি সময়ে মঞ্চে বক্তৃতা করছিলেন বাইডুর এই সহ-প্রতিষ্ঠাতা। 
এ সময় এক ব্যক্তি পানির বোতল হাতে মঞ্চে উঠে পড়েন। বাইডুর সিইও রবিনের কাছে গিয়ে তার এক হাত ধরে অন্য হাত দিয়ে মাথায় পুরো এক বোতল পানি ঢেলে দেন।

দর্শক মাথায় পানি ঢাললেও কথা বলা থামাননি রবিন। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেখছেন, আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার কখনো পরিবর্তন হবে না। আমরা বিশ্বাস করি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রত্যেকের জীবন বদলে দেবে।

মাথায় ঢেলে দেয়া পানি শরীর বেয়ে নিচে পড়ে যায়।  পানি মুছতে মুছতে তিনি ওই ব্যক্তির কাছে জানতে চান, আপনার সমস্যা কী? তবে ওই ব্যক্তি কেন চীনা সার্চ ইঞ্জিন জায়ান্টের প্রধান নির্বাহীর মাথায় পানি ঢেলেছেন সে ব্যাপারে কোনো তথ্য দেননি।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা তার এই বক্তৃতার ব্যাপক প্রশংসা করেন এবং হাত তালি দেন। 

বাইডুর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, এই পানি ঢালার পেছনের কারণ সম্পর্কে অবগত নন তারা। তবে এ ঘটনা এখন পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে দেশটির এক তরুণ বাইডুতে ক্যান্সারের থেরাপির ব্যাপারে জানতে সার্চ করে। ওই তরুণ বাইডুতে সার্চ করে পাওয়া থেরাপির পরীক্ষা চালায় নিজের শরীরে; পরে মারা যায়।  

এ ঘটনায় চীনা কর্তৃপক্ষ বাইডুর বিরুদ্ধে তদন্ত শুরু করে। ওই শিক্ষার্থীর পরিবার বলছে, ওই সময় সে বাইডুতে ক্যান্সারের থেরাপি পেয়েছিল।

চীনা বিলিনিয়র মাথায় পানি ঢাললেন দর্শক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম