Logo
Logo
×

আন্তর্জাতিক

জমি চাষ করতে গিয়ে কৃষক পেলেন ৬০ লাখ টাকার হিরা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০৬:৩৯ এএম

জমি চাষ করতে গিয়ে কৃষক পেলেন ৬০ লাখ টাকার হিরা!

ভারতের এক কৃষক চাষ করতে গিয়ে জমি থেকে কুড়িয়ে পেলেন ৬০ লাখ টাকার হিরা।

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে ওই আশ্চর্যজনক ঘটনাটি।  খবর দ্যা হিন্দুস্তান টাইমসের।

জমি চাষ করতে গিয়ে হঠাৎ একটি স্বচ্ছ নুড়ি পাথর দেখে ওই কৃষকের সন্দেহ হয়।

এর পর ওই পাথরটি নিয়ে সরাসরি স্বর্ণালঙ্কারের দোকানে ছুটে যান তিনি। তবে পাথরটি পরীক্ষা করেই দোকানদার জানান, এই স্বচ্ছ পাথরটি আসলে একটি হিরা। যার বাজারমূল্য অন্তত ৬০ লাখ টাকা!

ওই কৃষকের কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হিরাটি কিনেছেন স্থানীয় হিরা ব্যবসায়ী আল্লাহ বক্স।

তবে হিরাটির আকার, রঙ ও অন্যান্য তথ্য এখনও খোলাসা করেননি ওই ব্যবসায়ী। অন্ধ্রপ্রদেশের ওই এলাকায় হিরা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়।

এর আগেও কুরনুল জেলা ও তার আশপাশের চাষের ক্ষেত ও নদীর পাড় থেকে হিরা খুঁজে পেয়েছেন অনেকে।

প্রতি বছর বর্ষার সময়ে তুঙ্গভদ্রা ও হুন্ডরী নদীর আশপাশে তাঁবু করে থাকতে শুরু করেন অনেকে। লক্ষ্য একটিই- বর্ষায় ধুয়ে আসা কাদা-বালির মধ্যে হিরার খোঁজ চালানো।  

 

কৃষক হিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম