Logo
Logo
×

আন্তর্জাতিক

আসামে এক কেজি চায়ের দাম ৫০ হাজার রুপি!

Icon

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০৭:৩১ এএম

আসামে এক কেজি চায়ের দাম ৫০ হাজার রুপি!

ভারতের আসাম রাজ্যে ২০০ বছরের পুরনো চা শিল্প যখন কঠিন সময় পার করছে, তখন রাজ্যের মনোহারি টি এস্টেটের একটি বিশেষ ধরনের চায়ের দাম নিলামে উঠল কেজিপ্রতি ৫০ হাজার রুপি।

এটি কোনো পাবলিক নিলামে চা পাতার সর্বোচ্চ দামের রেকর্ড বলে নিলাম কর্তৃপক্ষের দাবি।  খবর এনডিটিভির।

মনোহারি গোল্ড টি নামে এই চা নিলামে এতো দাম পাওয়ায় খুশি চা বাগানটির মালিক ও কর্মীরা।

আসামের গুয়াহাটিতে গত মঙ্গলবার চায়ের নিলাম হয়।  এর আগে গত বছর একই চায়ের দাম উঠেছিল ৩৯ হাজার এক রুপি।

সেটিও ছিল রেকর্ড। পরে অবশ্য সে রেকর্ড ভেঙে দেয় অরুণাচল প্রদেশের একটি চা বাগানের চা পাতা।  এ বছর আবার রেকর্ডটি নিজেদের করে নিল মনোহারি টি এস্টেট।

আসামের এই চা শুধু স্বাদের জন্যই বিখ্যাত নয়, সুগন্ধের জন্যও এটি বিখ্যাত। মনোহারি চা বাগানের মালিক রঞ্জন লোহিয়া জানান, তাদের এখানে সবুজ, সাদা-সোনালি ও রুপালি নানা ধরনের চা উৎপাদন হয়। তবে গোল্ডেন মনোহারি টি সেরা।

চায়ের দাম ৫০ হাজার রুপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম