Logo
Logo
×

আন্তর্জাতিক

মিসরে হাসপাতালের বাইরে বিস্ফোরণে নিহত ১৭

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৫:৫৭ এএম

মিসরে হাসপাতালের বাইরে বিস্ফোরণে নিহত ১৭

মিসরের রাজধানী কায়রোর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন।  খবর রয়টার্সের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সোমবার সকালে এ তথ্য জানানো হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কায়রোর রাস্তায় বিপরীত দিকে থেকে আসা একটি গাড়ির সঙ্গে আরও তিনটি গাড়ির সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে।

ইতিমধ্যে এ বিস্ফোরণের তদন্তে নেমেছেন মিসরের পাবলিক প্রসিকিউটর। তবে এখনও পর্যন্ত এটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়নি।

 

বিস্ফোরণে নিহত ১৭ মিসরে হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম