ছবিতে আসামে রাষ্ট্রহীন হয়ে পড়াদের জন্য নির্মিত ডিটেনশন ক্যাম্প
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম
আসামের নাগরিক নিবন্ধনের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়াদের জন্য সেখানকার গোয়ালপাড়ায় প্রস্তত করা হয়েছে ডিটেনশন ক্যাম্প। ছবি: জি নিউজ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের আসামের চূড়ান্ত নাগরিক(এনআরসি) তালিকায় ১৯ লাখ লোককে রাষ্ট্রহীন ঘোষণা করা হয়েছে। শনিবার তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অসমীয়রা এখন ওয়েবসাইটে www.nrcassam.nic.in ঠিকানায় গিয়ে নিজেদের অবস্থা জানতে পারবেন।
গত ৩১ আগস্ট এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা মূলত অতি দরিদ্র এবং বেশিরভাগই মুসলমান। যদিও ক্ষমতাসীন বিজেপি নেতাদের আশঙ্কা, বাঙালি অনেক হিন্দুর নামও তালিকা থেকে বাদ পড়েছে।
সে ক্ষেত্রেও দেখা যাবে গরিব লোকজনই আসলে বাদ পড়েছে।
আইনি সাহায্য নিতে গড়ে প্রত্যেক ব্যক্তির খরচ পড়বে ৪০ হাজার ভারতীয় রুপির মতো। যদি ওই মামলা সুপ্রিমকোর্ট পর্যন্ত যায়, তবে খরচ আরও বাড়বে।
দরিদ্র এ মানুষগুলো আদালতের দ্বারে দ্বারে ঘোরার এবং মামলা লড়ার জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে পাবে সেটাও বড় প্রশ্ন।
আসামের লেখিকা সঙ্গীতা বড়ুয়া পিশারতি বিবিসিকে বলেন, ‘যাদের নাম তালিকায় নেই তারা এরই মধ্যে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। তার অন্যতম প্রধান কারণ ফরেনার্স ট্রাইব্যুনালের অসহযোগিতাপূর্ণ আচরণ।
তিনি বলেন, অনেকেই এটা নিয়ে অভিযোগ করছেন। ফলে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে এটা ভেবেই অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।










