Logo
Logo
×

আন্তর্জাতিক

৩০ কোটি বছরের পুরনো প্রাণী ভেজে খেলেন মৎস্য শিকারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩১ পিএম

৩০ কোটি বছরের পুরনো প্রাণী ভেজে খেলেন মৎস্য শিকারী

র‌্যাটফিশ। ছবি: টুইটার থেকে সংগৃহীত

সমুদ্রে  ‘ব্লু হ্যালিবুট’ নামে এক ধরনের সু-স্বাদু মাছ শিকার করতে গিয়ে ৩০ কোটি বছরের পুরনো আজব  প্রাণী (মাছ) বড়শিতে ধরেছেন নরওয়ের মৎস্যশিকারী অস্কার লুনড্যাল।  

‘ব্লু হ্যালিবুট’ মাছগুলো থাকে গভীর সমুদ্রে। ফলে মৎস্যশিকারী অস্কার ডাঙ্গা থেকে সমুদ্রের ৮ কিলোমিটার ভেতরে চলে যান। সমুদ্রের প্রায় ২০০ মিটার গভীরে বড়শি ফেলেন। আর সেই বড়শিতে উঠে আজব  প্রাণী।  আধা ঘণ্টার চেষ্টায় সেটিকে নৌকাতে তুলতে সক্ষম হন। 

তবে নৌকাতে এ প্রাণীটি দেখে তিনি ভয় পেয়ে যান। প্রাণীটিকে প্রথমবার দেখলে মনে হবে ছোটখাটো একটি ডায়নোসোর। শরীরের তুলনায় বড় বড় চোখ। সরু লেজ। এমন আজব  প্রাণীটির নাম র‌্যাটফিশ।  

এরা হাঙরের সমগোত্রীয়। র‌্যাটফিশ গভীর সমুদ্রে বসবাস করে, ফলে খুব কমই এদের দেখা পাওয়া যায়। এরা প্রায় ৩০ কোটি বছরের পুরনো প্রাণী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আর এ আজব  মাছের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  পরে এ নেট দুনিয়ায় মাছ ও মৎস্য শিকারীর ছবি ভাইরাল হয়ে যায়। 

অস্কার জানিয়েছেন, মাছটি ভয়ঙ্কর দেখতে হলেও তিনি সেটিকে বাড়িতে নিয়ে যান। এমনকি সেটি ভেজে খেয়েও ফেলেন। তার দাবি, একটু অন্যরকমের খেতে হলেও বেশ সুস্বাদু এই র‌্যাটফিশ। তবে সেদিন র‌্যাটফিশই নয় দু’টি ব্লু ব্যালিবুটও তার বড়শিতে উঠেছিল।

৩০ কোটি বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম