ঘুমন্ত বাবা-মার পাশ থেকে শিশু চুরির ভিডিও ভাইরাল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৭ এএম
শিশু চুরি। প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের লুধিয়ানায় ঘুমন্ত বাবা-মার পাশ থেকে এক শিশু চুরির চেষ্টার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে লুধিয়ানার ঋষিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
চুরির বিষয়টির সবকিছু ধরা পড়েছে সিসিটিভিতে।
সেখানে দেখা যায়, বাড়ির সামনে দুটি বিছানায় ঘুমাচ্ছিলেন বাবা-মা। মায়ের পাশে ছিল চার বছরের একটি মেয়ে। গভীর রাতে হঠাৎ সেখানে ভ্যান নিয়ে আসে এক ব্যক্তি।
এরপর শুয়ে থাকা বাচ্চাটিকে তুলে রাখে সেই ভ্যানে। এমন সময়ই জেগে যান বাচ্চাটির মা। সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকে গাড়ি থেকে কোলে তুলে নেন। আর বাচ্চাটিকে অপহরণ করতে আসা ব্যক্তিটি গাড়ি নিয়ে চলে যেতে থাকে।
এমন সময় শিশুটির বাবাও জেগে ওঠে ওই চোরটিকে ধাওয়া দেন। এরপর শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে এসে ওই চোরটিকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ ঐ ব্যক্তির বিরুদ্ধে শিশু অপহরণের মামলা দায়ের করেছে।
