পরমাণু শক্তি সবার জন্য উন্মুক্ত করুন নয় বন্ধ করুন: জাতিংঘে এরদোগান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:০২ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পারমাণবিক শক্তি হয় উন্মুক্ত করতে হবে আর না হয় সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা উচিত।
মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘের সাধারণ সভায় এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাকের।
১৯৮০ সালে তুরস্ক পারমাণবিক অপসারণ চুক্তি স্বাক্ষর করে। এ ছাড়া দেশটি ১৯৯৬ সালে সম্পূর্ণরুপে পারমাণবিক নিষেধাজ্ঞা চুক্তি করে। এর উদ্দেশ্য সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করা।
ইসরাইলের নীতিতে পারমাণবিক অস্ত্রের বিষয়টিতে অস্পষ্টতা রয়েছে, দেশটি সবসময় প্রত্যাখ্যান করে আসছে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নেই।
এরদোগান জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে আরও বলেন, এ অবস্থায় পারমাণবিক শক্তি চিরতরে বন্ধ অথবা সবার জন্য উন্মুক্ত করে দেয়া উচিত।
এরদোগান তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার ইদলিবের শান্তি ও নিরাপত্তার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া উত্তর সিরিয়ায় নিরাপত্তা অঞ্চলের কথাও উল্লেখ করেন।
