ফ্রান্সের সেই সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১২ এএম
সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরাকে ইঙ্গ-মার্কিন হামলার বিরোধী ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক বৃহস্পতিবার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার পরিবারের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন তথ্য দিয়েছে।
জ্যাক র্যনে শিরাক ১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রথমবার ১৯৯৫ সালে এবং দ্বিতীয়বার ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি পড়াশোনা শেষ করে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপরই তিনি রাজনীতিতে যোগ দেন এবং পরবর্তী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন হন।
তিনি ফ্রান্সের কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্যারিসের মেয়র ও সবশেষ ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
তার শ্যালক ফ্রেডেরিক সালাট-ব্যারোও বলেন, প্রেসিডেন্ট জ্যাক শিরাক আজ সকালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। এসময় তার পরিবার সদস্যরা তার পাশে ছিলেন।
২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরোধিতা করে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ক্ষেপিয়ে তোলার জন্য আন্তর্জাতিক রাজনীতিতে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
এলিসি প্রাসাদে একযুগ অবস্থান করার মধ্য দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বপালন করা ব্যক্তি হলেন তিনি।
