Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমারা কিছুদিন পরপরই রাসূলের অবমাননা করে: ইমরান খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১ এএম

পশ্চিমারা কিছুদিন পরপরই রাসূলের অবমাননা করে: ইমরান খান

জাতিসংঘ সদর দফতরে পাকিস্তান-তুরস্ক যৌথ আয়োজিত ‘ঘৃণাচর্চা’ বিষয়ক একটি সেমিনারে ইমরান খান। ছবি: ডন

উগ্রবাদ ও আত্মঘাতী হামলাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ম অবমাননা ও উগ্রবাদ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর পূর্ণ ধারণা নেই এবং কিছুদিন পরপরই তারা রাসূলের (সা.) অবমাননা করে থাকে। 

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পাকিস্তান-তুরস্ক যৌথ আয়োজিত ‘ঘৃণাচর্চা’ বিষয়ক একটি সেমিনারে এ কথা বলেন তিনি। খবর ডনের। 

ইমরান খান বলেন, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে অবহেলিত ও নির্যাতিত শ্রেণির মানুষই বেশীরভাগ আত্মঘাতী হামলা চালিয়েছে। ৯/১১’র আগে ৭৫ ভাগ আত্মঘাতী হামলা চালিয়েছিল তামিল টাইগাররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানীরা মার্কিন বিমানে আত্মঘাতী হামলা চালিয়েছিল। 

এসব হামলা কোনো ধর্মীয় উদ্দেশে ছিল না। কারণ বিশ্বের কোনো ধর্মই আত্মঘাতী হামলার অনুমতি দেয় না। 

তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় হল পশ্চিমাবিশ্ব আত্মঘাতী হামলাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করেছে।

বিশ্বের অধিকাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ন্যায়বিচারের অনুপস্থিতি ও রাজনৈতিক দৃর্বৃত্ততা সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে।

ইমরান পাকিস্তান মুসলিমবিশ্ব রাসূলের অবমাননা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম