Logo
Logo
×

আন্তর্জাতিক

চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ০১:০৯ এএম

চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও!

চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও

অভিনব সব জিনিস আবিষ্কার হচ্ছে প্রতিদিনই। এসব আবিষ্কারে থাকে চমক। চলছে পরিবেশ বান্ধব জিনিসপত্র তৈরি করার প্রচেষ্টা।

তবে এবার অভিনব এক জিনিস তৈরি করে সবাইকে চমকে দিয়েছে ভারতের হায়দরাবাদের একটি সংস্থা।

সংস্থাটি তৈরি করেছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যে কোনো পানীয় খাওয়া যাবে সেই কাপে।

প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)।

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি এমন উদ্যোগ নিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে।

পরিবেশ বান্ধব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম