উত্তর সিরিয়া থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার শেষ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৭:১২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুদ্ধকবলিত সিরিয়ার উত্তরাঞ্চলে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে তুরস্কের দাবি অনুযায়ী কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র আঙ্কারাকে এ খবর নিশ্চিত করেছে। বুধবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।
বিবৃতিতে জানানো হয়, সিরিয়ার উত্তর সীমান্তসংলগ্ন যে এলাকায় তুরস্ক সামরিক অভিযানে নেমেছিল, তার বাইরে এই পর্যায়ে আরেকটি অভিযান শুরু করার কোনো প্রয়োজন নেই।
তুরস্কে কুর্দিশ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সিরিয়ার ওয়াইপিজি যোদ্ধাদের যোগসাজশ রয়েছে বলে দাবি করে আসছে আঙ্কারা।
সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে সেখানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে তুরস্ক। যা সীমান্ত থেকে সিরিয়ার ভেতরে ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে।
গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কুর্দিবিরোধী অভিযান পাঁচ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন।
অভিযান বন্ধের শর্তানুসারে তারা যুক্তরাষ্ট্রকে সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সকে (এসডিএফ) সরিয়ে নিতে বলেছিল।
মঙ্গলবার যুদ্ধবিরতি শেষে ওই নিরাপদ অঞ্চলে এসডিএফের কোনো উপস্থিতি থাকলে তুরস্ক ফের আক্রমণ শুরু করবে বলে সতর্ক করেছিলেন এরদোগান।
