Logo
Logo
×

আন্তর্জাতিক

ভর্তির কয়েক ঘণ্টা পরই হাসপাতাল থেকে কারাগারে মরিয়ম নওয়াজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৪৪ এএম

ভর্তির কয়েক ঘণ্টা পরই হাসপাতাল থেকে কারাগারে মরিয়ম নওয়াজ

ছবি: জিয়ো নিউজ

পাকিস্তান মুসলিম লীগ (এন) নেতা মরিয়ম নওয়াজকে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতাল থেকে কট লাখপাত কারাগারে নেয়া হয় বলে ডন জানিয়েছে। 

বুধবার রাতে অসুস্থ বাবা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের পর মরিয়ম নওয়াজ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

রাত ১০টা ০৩ মিনিটে ভিভিআইপি দুই এ ভর্তি হন মরিয়ম। একই হাসপাতালেই নওয়াজ শরিফও ভর্তি রয়েছেন।  

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে পাঞ্জাব সরকার মরিয়মকে প্যারোলে এক ঘণ্টার জন্য মুক্তি দিতে সম্মত হয়। দেশটির দুর্নীতি দমন আদালতের রিমান্ডে রয়েছেন তিনি।

মরিয়মকে হাসপাতাল থেকে কারাগারে নেয়ার নিন্দা জানিয়ে দলটির মুখপাত্র জানান, বুধবার ভোর ৫টায় তাকে কারাগারে নেয়া হয়েছে। যখন কারাগারে পাঠানো হয় তখনও অসুস্থবোধ করছিলেন মরিয়ম।

মরিয়ম নওয়াজ কারাগার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম