Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে লেবার পার্টির মনোনয়ন পেলেন বাঙালি নারী আফসানা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০৮:৩৮ এএম

যুক্তরাজ্যে লেবার পার্টির মনোনয়ন পেলেন বাঙালি নারী আফসানা

যুক্তরাজ্যে লেবার পার্টির মনোনয়ন পেলেন বাঙালি নারী আফসানা। ছবি-সংগৃহীত

পূর্ব লন্ডনের সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসে লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাঙালি নারী আফসানা বেগম। 

রোববার রাতে লেবার পার্টির সদস্যদের সরাসরি ভোটে জিতে মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি।

আফসানার আসনটি বাংলাদেশি অধ্যুষিত সংসদীয় আসন। লেবার পার্টির ৫৩০ সদস্য ভোট দেন। ভোটে আফসানা জয়ী হলেও তিনি কত ভোট পেয়েছেন তা জানায়নি দলটি।

১৯৯৭ সাল থেকে এ আসনটি লেবার পার্টির দখলে রয়েছে। লেবার পার্টির দুর্গখ্যাত এ আসন থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আসন্ন নির্বাচনে আফসানার বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা।

আফসানার এ আসনে তার প্রতিদ্বন্দ্বি আমিনা আলী। তাকে অভিনন্দন জানিয়ে আফসানা বলেছেন, সবার সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

আফসানা লেবার পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম