কান দিয়ে বেলুন ফুলাচ্ছেন যুবক (ভিডিও)
সবাই মুখ দিয়ে বেলুন ফুলিয়ে তুলে। তবে যদি শুনেন কান দিয়ে বেলুন ফুলানোর কথা তাহলে একটু আশ্চর্য হতেই হয়।
এই আশ্চর্যজনক কাজটিই করেছেন ভারতের তেলেঙ্গানার ইয়েল্লারেড্ডি শহরের যুবক চান (৩২)।
চান পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। তিনি তার দুই কান দিয়ে বেলুন ফোলাতে পারেন। তবে বাম কানের থেকে ডান কানে এই ক্ষমতা বেশি।
বাম কানের সাহায্যে ৩০ সেন্টিমিটারের বেলুন ফোলাতে পারেন তিনি। তবে ডান কান দিয়ে প্রায় ৭০ সেন্টিমিটারের বেলুন ফুলিয়ে তুলতে পারেন।
চান জানান, তার এই ক্ষমতা ছোটবেলা থেকেই। একবার তার কানে জল ঢুকে যায়। তখন তিনি ভেতর থেকে হাওয়ার মাধ্যমে সেই জল বের করে দেন। তারপর থেকে তিনি প্রথমে কান দিয়ে পরীক্ষামূলকভাবে বেলুন ফোলানোর চেষ্টা করেন। পরবর্তীতে সেই চেষ্টায় সাফল্যও এসেছে।
সম্প্রতি কান দিয়ে তার এই বেলুন ফোলানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কান দিয়ে বেলুন ফুলাচ্ছেন যুবক (ভিডিও)
সবাই মুখ দিয়ে বেলুন ফুলিয়ে তুলে। তবে যদি শুনেন কান দিয়ে বেলুন ফুলানোর কথা তাহলে একটু আশ্চর্য হতেই হয়।
এই আশ্চর্যজনক কাজটিই করেছেন ভারতের তেলেঙ্গানার ইয়েল্লারেড্ডি শহরের যুবক চান (৩২)।
চান পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। তিনি তার দুই কান দিয়ে বেলুন ফোলাতে পারেন। তবে বাম কানের থেকে ডান কানে এই ক্ষমতা বেশি।
বাম কানের সাহায্যে ৩০ সেন্টিমিটারের বেলুন ফোলাতে পারেন তিনি। তবে ডান কান দিয়ে প্রায় ৭০ সেন্টিমিটারের বেলুন ফুলিয়ে তুলতে পারেন।
চান জানান, তার এই ক্ষমতা ছোটবেলা থেকেই। একবার তার কানে জল ঢুকে যায়। তখন তিনি ভেতর থেকে হাওয়ার মাধ্যমে সেই জল বের করে দেন। তারপর থেকে তিনি প্রথমে কান দিয়ে পরীক্ষামূলকভাবে বেলুন ফোলানোর চেষ্টা করেন। পরবর্তীতে সেই চেষ্টায় সাফল্যও এসেছে।
সম্প্রতি কান দিয়ে তার এই বেলুন ফোলানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।