Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশাল সাপ দিয়ে শিশুদের ‘‌‌‌দড়ি’ খেলার ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০২:১৪ এএম

বিশাল সাপ দিয়ে শিশুদের ‘‌‌‌দড়ি’ খেলার ভিডিও ভাইরাল

বিশাল আকৃতির একটি মৃত সাপ নিয়ে দড়ি খেলছে শিশুরা- এরকম একটি ভিডিো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  

ভিডিওটি ভিয়েতনামের। তবে ভিডিওটি ভিয়েতনামের কোথায়, কবে রেকর্ড করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এতে দেখা যাচ্ছে, একদল শিশু কীভাবে সাপটিকে নিয়ে খেলা করছে। দুই শিশু প্রায় ছফুট লম্বা সাপটিকে দুই প্রান্তে ধরেছে। 

সেটিকে গোল গোল করে দোলাচ্ছে। আর তার ওপর দিয়ে লাফাচ্ছে আর একটি শিশু। আশেপাশে আরও কয়েকটি শিশু দাঁড়িয়ে দেখছে সেই খেলা।

দেখা না গেলেও ভিডিওতে অনেকের গলা পাওয়া যাচ্ছে। হতে পারে তাদের মধ্যেই কেউ ভিডিওটি রেকর্ড করেছেন। পেছন থেকে তাদের মধ্যে কেউ একজন শিশুদের এই খেলায় উত্সাহ দিচ্ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

ভিয়েতনামে প্রায় ৩৭ রকমের বিষধর সাপ পাওয়া যায়। এই সাপটি তার মধ্যে একটি কিনা জানা যায়নি।

১৫ নভেম্বর ইউটিউবে ভিডিওটি আপলোড হয়েছে। ২৭ সেকেন্ডের এই ভিডিওটি এখনও পর্যন্ত এক লাখের বেশি দেখা হয়েছে। সূত্র: আনন্দবাজার।  

 

সাপ দড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম