Logo
Logo
×

আন্তর্জাতিক

আলবেনিয়ার সাহায্যে মুসলিমদেশগুলোর প্রতি আহ্বান এরদোগানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৩:৪৫ পিএম

আলবেনিয়ার সাহায্যে মুসলিমদেশগুলোর প্রতি আহ্বান এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।ফাইল ছবি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম দেশ আলবেনিয়াকে সাহায্যে এগিয়ে আসতে মুসলিমদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বুধবার তিনি এ আহ্বান জানান। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

আলবেনিয়ায় ভূমিকম্পে অনন্ত ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর-অ্যাপার্টমেন্টসহ দেশটির বহু স্থাপনার ক্ষতি হয়েছে। 

মঙ্গলবারের ভূমিকম্পে দেশটির তিরানা এবং দুরাসের পশ্চিম পোর্ট এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের পর বহু লোক নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা, ইউএসজিএস বলেছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

দেশটির সরকারি সূত্র বলছে, বিগত ৩০ বছরের মধ্যে এটিই আলবেনিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর আগে ১৯৭৯ সালে আলবেনিয়ায় ৬.৯ তীব্রতার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল ১৩৬ জন। আহত হয়েছিল আরও  প্রায় ১ হাজার মানুষ।

এরদোগান আলবেনিয়া ভূমিপকম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম