Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্যানসার আক্রান্ত শিশুকে আনন্দে রাখতে নার্সের নাচ ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৫:৩২ এএম

ক্যানসার আক্রান্ত শিশুকে আনন্দে রাখতে নার্সের নাচ ভাইরাল

ক্যানসার আক্রান্ত তিন বছরের শিশুকে আনন্দে রাখতে হাসপাতালে নার্সের একটি নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, ক্যানসারের চিকিৎসার জন্য শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানে বাচ্চাটিকে আনন্দে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন নার্সরা। 

বাচ্চাটির মুখে হাসি ফোটাতে এক নার্সকে দেখা যাচ্ছে তার বেডের সামনে নাচ করতে। সেই ভিডিও নিয়েই এখন মেতেছেন নেটিজেনরা।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার সালেম-উইনস্টন শহরে। সেখানকার ব্রেনের ইয়ংস্টারস হাসপাতালে চিকিৎসাধীন শিশু পার্ল মনরো। 

গত সপ্তাহে ধরা পড়েছে লিউকেমিয়াতে আক্রান্ত সে। মনরোকে আনন্দে রাখতেই তার কেবিনে নেচেছেন ওই হাসপাতালের নার্স মার্সিয়া লাভ বোয়েনস। 

ক্রিসমাস উদযাপনের বিখ্যাত গান ‘দ্য জিঙ্গেল বেল রক’-এ নাচতে দেখা যাচ্ছে মার্সিয়াকে। আর নিজের ফোনেই সেই গান চালিয়েছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার

 

ক্যানসার শিশু নার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম