Logo
Logo
×

আন্তর্জাতিক

গরু ‘ট্রাফিক’ না মানলে জরিমানা দিতে হবে!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ১২:৩৫ এএম

গরু ‘ট্রাফিক’ না মানলে জরিমানা দিতে হবে!

সড়কের ওপর গরু। ছবি: সংগৃহীত

দিনের পর দিন রাস্তায় গরুর উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার মানুষ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তা ছাড়া যানজট লেগে আছে সর্বক্ষণ।

এ থেকে পরিত্রাণ পেতে এক অভাবনীয় ব্যবস্থা নিতে চলেছে পৌরসভা। তা হলো ট্রাফিক আইন আর নিয়ম ভাঙলে জরিমানা গুনতে হবে গরুর মালিককে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, কাটোয়া শহরের স্টেশন বাজার, চৌরাস্তা, কাছারি রোড, সুবোধ স্মৃতি রোড, রেলগেট-সহ নানা এলাকায় সকাল হলেই বেশ কিছু গরু রাস্তার দখল নেয়। তারা রাস্তায় ঘুরে ঘুরে ফেলে দেয়া শাকসবজি খায়। কখনও দোকানে দোকানে গিয়েও হানা দেয়।

কাটোয়া পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, রাস্তায় গরুগুলি অবাধে চড়ে বেড়াচ্ছে। ফলে প্রচুর সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। দুর্ঘটনা ঘটছে। এজন্য প্রথমে ওই গরুর মালিকদের সতর্ক করা হবে। তাতে কাজ না হলে গরুগুলি ধরে খোঁয়ারে পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে আমরা গরুর মালিকদের জরিমানাও করব।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, গরুগুলির ভয়ে ওই এলাকার নারী ও শিশুরা ভয়ে থাকেন। রাস্তা দিয়ে চলাফেরার সময় কখনো কখনো গরুগুলি পথচারীদের দিকে তেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কাটোয়ার অনেক গোপালক তাদের গরুগুলি সারাদিন ছেড়ে রাখেন। কাটোয়া রেলস্টেশনেও বেশ কয়েকটি গরু রোজ চড়ে বেড়ায়। তাদের এই অবাধ গতিবিধির জেরে রেলযাত্রীরা সমস্যায় পড়েন।

গরু ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম