নরওয়েতে কুরআন অবমাননা: পাকিস্তানের সংসদে ইশতেহার পাস
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নরওয়েতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে একটি ইশতেহার অনুমোদন করেছে পাকিস্তানের পার্লামেন্ট।
পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী খান বৃহস্পতিবার ইশতেহারটি পড়ে শোনানোর পর বলেন, ধর্মীয় পবিত্রতার অবমাননা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতোই বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে। খবর দ্যা ডনের।
কুরআন অবমাননার মতো অপতৎপরতা সহিংসতা ও উগ্রপন্থাকে উসকে দিতে পারে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়েছে, বাক স্বাধীনতার কথা বলে দেড়শ' কোটি মুসলমানের বিশ্বাস ও পবিত্রতার অবমাননা করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের অন্যায় বন্ধে পদক্ষেপ নিতেও নরওয়ের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নরওয়ের রাষ্ট্রদূতকে ডেকে এনে কুরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি নরওয়ের ইসলাম বিদ্বেষী সংগঠন স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে বা এসআইএএন পবিত্র কুরআনে আগুন দিয়েছে।
বিশ্বের মুসলমানরা চরম ধৃষ্টতাপূর্ণ এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
