Logo
Logo
×

আন্তর্জাতিক

লন্ডনে ছুরিকাঘাতে ওমানের ছাত্র নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৬ এএম

লন্ডনে ছুরিকাঘাতে ওমানের ছাত্র নিহত

মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আরাইমি নামে ওমানের এক ছাত্রকে লন্ডনে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২০ বয়সী ওই ছাত্রকে নাইটসব্রিজ এলাকায় শুক্রবার মধ্যরাতে ছুরিকাঘাত করলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় পুলিশ। খবর গাল্ফ নিউজের।

স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র জানান, মধ্যরাতে ছুরিকাহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য ওমানের ওই ছাত্রের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বাহরাইনের এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওমানের ছাত্র নিহত লন্ডনে ছুরিকাঘাতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম