দরিদ্র জেলের ৭৪ কেজির মাছ বাজেয়াপ্ত করল বন দফতর!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৬:৪৬ এএম
জেলের চিংড়ি মাছ ধরার জালে ধরা পড়ে ৭৪ কেজি ওজনের এই কৈভোলা মাছ। ছবি-সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দরিদ্র এক জেলের জালে গত শুক্রবার বিশালাকার একটি কৈভোলা মাছ ধরা পড়ে। কিন্তু বিক্রির জন্য বাজারে আনার পর মাছটি নিয়ে যায় বন দফতরের কর্মীরা।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্যানিংয়ে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ক্যানিঙের মাতলা নদীতে এক জেলের চিংড়ি মাছ ধরার জালে ধরা পড়ে ৭৪ কেজি ওজনের একটি কৈভোলা মাছ।
মাতলা নদীতে প্রায়ই ধরা পড়ে এই মাছ। তবে এত বড় আকারের মাছ আগে কখনও ধরা পড়েনি।
সাধারণত দুই থেকে তিন কেজি ওজনের এই মাছ ধরা পড়ে; যা প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়।
এদিকে ক্যানিং মাছ বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। মাছটিকে দেখার জন্য দলে দলে লোক আসতে শুরু করে। সঙ্গে ছিল ছবি তোলার হিড়িক।
তবে এই মাছটি বিক্রি করা যাবে না বলেই জানিয়ে দেয় বন দফতর। বন দফতরের কর্মীরা মাছটিকে বাজেয়াপ্ত করেছে।
কেন মাছটিকে বাজেয়াপ্ত করা হল তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বন দফতরের কর্মীরা।
