Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের ফের সতর্কতা জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০২:৩৯ পিএম

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের ফের সতর্কতা জারি

হরমুজ প্রণালী। ফাইল ছবি

উপসাগরীয় হরমুজ প্রণালী ও এর আশপাশ এলাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচলে ফের সতর্কতা জারি করেছে দেশটির সামুদ্রিক প্রশাসন। 
 
ইরানের হুমকির কারণে দেশটির সামুদ্রিকবিষয়ক ওয়েবসাইটে এ সক্রান্ত নোটিস দেয়া হয়।  এর আগে শুক্রবার প্রায় একই নোটিস দেয়া হয়েছে। 
 
মঙ্গলবার এ খরব জানিয়েছে তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। 
 
ওই নোটিসে চলতি মাসের ১৩ তারিখ (সোমবার) পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।  উভয় নোটিসে বলা হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক স্বার্থের বিরুদ্ধে ইরানি ব্যবস্থা নেয়ার সম্ভাবনা রয়ে গেছে।
 
শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা চালিয়ে ইরানের আল-কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরানের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিসকে হত্যা করা হয়।

হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের ফের সতর্কতা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম