Logo
Logo
×

আন্তর্জাতিক

‌‘ইরাক একা ছিল না, কঠিন দিনগুলোতে তুরস্ক একসঙ্গে ছিল’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৪:০১ পিএম

‌‘ইরাক একা ছিল না, কঠিন দিনগুলোতে তুরস্ক একসঙ্গে ছিল’

তুরস্ক ও ইরাকে পতাকা। ফাইল ছবি

ইরাক কখনোই একা ছিল না, কঠিন দিনগুলোতে বাগদাদের পাশে তুরস্ক ছিল বলে মন্তব্য করেছেন আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।  খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের। 
  
ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে মেভলুত চাভুসওগ্লু এ কথা বলেন।

বাগদাদের বর্তমান পরিস্থিতি নিয়ে মেভলুত বলেন, ইরাক একা ছিল না; কঠিন দিনগুলো কাটিয়ে উঠতে তুরস্ক সেখানে একসঙ্গে ছিল।  

ইরাক যুদ্ধের অঞ্চল হয়ে উঠুক এমন পরিস্থিতি তুরস্ক চায় না জানিয়ে তিনি বলেন, তুরস্ক চায় না বিদেশি বাহিনী দ্বারা ইরাক যুদ্ধের অঞ্চল হয়ে উঠুক। 

গত মাসের শেষদিকে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এক ঠিকাদারকে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া ওয়াশিংটন-ইরানের উত্তেজনার মধ্যেই আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। 

সবদিক থেকে ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মানের প্রয়োজনীয়তা নিয়ে বাগদাদের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলি আল-হাকিমের সঙ্গে চাভাসওগ্লুর আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। 

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়েও আলোচনা করা হয়।  এ সময় আল-হাকিম বলেন, সন্ত্রাসবাদ বিরোধী ইস্যুতে আমরা তুরস্ককে সহযোগিতা করি।

ইরাক তুরস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম