Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আরববিশ্ব নীরব, সমালোচনায় এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৪:৪১ পিএম

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আরববিশ্ব নীরব, সমালোচনায় এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের কথিত শান্তি পরিকল্পনার নামে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি অবৈধ বসতি স্থাপনা বৃদ্ধির বিষয় কোনো কথা না বলায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।  

শুক্রবার তিনি আরববিশ্বের দেশগুলোর সমালোচনা করেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।  

মুসলিমবিশ্বের এ নেতা বলেন, ফিলিস্তিনিদের পাশে আরব দেশগুলোর দাঁড়াতে এবং বিকর্কিত ও একপেশে ওই পরিকল্পনার বিষয়ে কথা বলতে ব্যর্থ হয়েছে। এ জন্য তারা মারাত্মক পরিণতির জন্য দায়ী হবে বলে তিনি উল্লেখ করেছেন। 

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনির সংঘাতের বিষয়ে শতাব্দির সেরা চুক্তি নামে কথিত শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এতে জেরুজালেমকে ইসরাইলের হাতে সমর্পণের বিষয় উল্লেখ রয়েছে। এটি প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

এ প্রস্তাবটি তুরস্ক প্রত্যাখ্যান করে বলেছে, ফিলিস্তিনি ভূমি চুরি ও হত্যার বিষয়টি এ চুক্তির মাধ্যমে বৈধতা দেয়া হয়েছে। 
তবে এ চুক্তি ঘোষণা সময় হোয়াইট হাউসে আরববিশ্বের অন্য দেশগুলো উপস্থিত না থাকলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

এরদোগান ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম