Logo
Logo
×

আন্তর্জাতিক

আসামের নদীতে দাউ দাউ করে জ্বলছে আগুন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২০ এএম

আসামের নদীতে দাউ দাউ করে জ্বলছে আগুন!

ভারতের আসামের দিবরুগড় জেলার নহরকাটিয়া শহরের বুড়ি দিহিং নদীতে তেলের পাইপলাইন ফেটে দাউ দাউ করে জ্বলছে আগুন।

গত দুদিন ধরে জ্বলা এই আগুন এখনও নেভেনি। ফলে নদী এলাকার আশপাশ ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়।

অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুড়ি দিহিং নদীর ভেতর দিয়ে টানা অপরিশোধিত তেলের পাইপলাইন ফেটে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

আসামের বিভিন্ন অয়েল ইন্ডিয়ার পাম্পে তেল যায় এই পাইপলাইনের মাধ্যমে। সেখানে ‘বিরল যান্ত্রিক ত্রুটি’র কারণেই এই ‘লিকেজ’ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ দল পৌঁছেছে সেখানে।

কর্তৃপক্ষের দাবি, পাইপলাইন থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ার পর কেউ তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল।

তবে স্থানীয়দের অভিযোগ, নদীর ওপর আগুন জ্বলার ব্যাপারে জানালেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেনি জেলা প্রশাসন।

আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও সেখানকার প্রাণ-প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে খবরে বলা হয়েছে।

ওয়েল ইন্ডিয়ার কর্পোরেট কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার ত্রিদিব হাজারিকা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে পাইপের তেল ট্যাংকে প্রবেশ করতে পারেনি। ফলে অতিরিক্ত তেলের চাপে পরিবহন পাইপ ফেটে গেছে।

নদী আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম