ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারী কাউন্সিলরের আত্মহত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তৃণমূলের এক নারী কাউন্সিলর আত্মহত্যা করেছেন।
আত্মঘাতী ওই নারীর নাম রমা নাথ(৪৮)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তবে তদন্তে নেমেছে রেল পুলিশ।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, সোমবার দুপুরে শ্রীরামপুর ডাউন ২ নম্বর প্লার্টফমের সামনে ট্রেন আসতেই ঝাঁপ দেন ওই নারী কাউন্সিলর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিআরপি তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে।
