Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরব খুবই সুইট: প্যারিস হিলটন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭ এএম

সৌদি আরব খুবই সুইট: প্যারিস হিলটন

ছবি: আল-আরাবিয়াহ

মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্যারিস হিলটন বলেছেন, সৌদি আরবের সবাই খুব সুইট ও বন্ধুসুলভ।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়াহকে তিনি বলেন, আমি এখানে খুবই চমৎকার একটা সময় কাটিয়েছি। মানুষগুলোও খুব সন্দর ও আকর্ষণীয়।

উপসাগরীয় দেশটিতে নিজের প্রথম সফরে বুধবার তিনি এসব কথা বলেন।

ইনস্টাগ্রামে প্যারিস হুইটনি হিলটনের এক কোটি ১০ লাখ ও টুইটারে এক কোটি ৭০ লাখ ফলোয়ার রয়েছের। সামাজিকমাধ্যমে তাকে একজন সফল প্রভাবক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

মিলকেন ইনস্টিটিউটের ২০২০ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সম্মেলনে তিনি সৌদি আরবে যান।

প্যারিস বলেন, মধ্যপ্রাচ্য সত্যিকার অর্থে একটি জাদুর জায়গা। আমার মনে হয়, এখনকার লোকজন চমৎকার। এখানে প্রচুর হোটেল, বিপণিবিতান ও ব্যবসায়ীক সুযোগ সুবিধা রয়েছে।

একজন প্রভাবক হিসেবে দুবাই খুবই রোমঞ্চকার একটি জায়গা বলেও তিনি আখ্যায়িত করেন। প্যারিস বলেন, এখানে মজাদার দৃশ্যপট রয়েছে। লোকজন স্কাই ডাইভিং করছেন। এছাড়া দুবাই শপিং মল তো রয়েছেই।

চলতি বছরের শেষ দিকে এক্সপো ২০২০ এর আয়োজক হবে দুবাই। এতে প্যারিস হিলটনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি নিজেও উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছন।

সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম