Logo
Logo
×

আন্তর্জাতিক

ইদলিব নিয়ে রাশিয়া-তুরস্কের দ্বিতীয় দফা বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৪ পিএম

ইদলিব নিয়ে রাশিয়া-তুরস্কের দ্বিতীয় দফা বৈঠক

সিরিয়ার বিরোধপূর্ণ ইদলিব নিয়ে রাশিয়া-তুরস্কের মধ্য দ্বিতীয় দফা বৈঠক মস্কোতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া এ বৈঠকের উদ্দেশ্য ছিল ইদলিবের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।  

বৈঠকে সিরিয়ার রাষ্ট্রপতি সংক্রান্ত রাষ্ট্রদূত সের্গেই ভারশিনিনের নেতৃত্বে রাশিয়ান প্রতিনিধি দল ও ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল তুরস্কের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে তারা ইদলিবের নিরাপদ অঞ্চলে সর্বশেষ ছড়িয়ে পড়া সংঘর্ষের বিষয়টি সমাধানের পথ খোঁজার চেষ্টা করেন। খরব তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের। 

বৈঠকে কূটনীতিকদের পাশাপাশি উভয় প্রতিনিধিদলে সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিওরা উপস্থিত ছিলেন। 

কূটনৈতিক সূত্র জানায়, তুর্কি প্রতিনিধি ওই অঞ্চলের যুদ্ধ কমিয়ে আনা ও  আরও খারাপ পরিস্থিতি এবং মানবাধিকার বিপর্যয়ের পরিস্থিতি প্রতিরোধ প্রয়োজন বয়েছে বলে জোর দেন।

বৈঠকের কার্যসূচির অন্য বিষয়টি হল, সোচি স্মারকলিপি অনুসারে চুক্তিগুলোর সম্পূর্ণ প্রয়োগ নিশ্চিতকরণের জন্য ইদলিবে যে সব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 

২০১৮ সালের সেপ্টেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে ইদলিবের নিরাপদ অঞ্চল নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে এমন আগ্রাসন সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়েছে।  

তবে ২০১৮ সালের যুদ্ধবিরতি ও নতুন করে চলতি বছরের ১২ জানুয়ারি আসাদ সরকার ও রাশিয়ান বাহিনীর হামলায় ১৮শ'র বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

ইদলিব রাশিয়া-তুরস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম