করোনাভাইরাস আতংকে ইসরাইল: কোয়ারেন্টাইনে ২০০ কোরিয়ান ‘বন্দি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮ পিএম
ইসরাইলে করোনাভাইরাসে সতর্কতা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলি সেনা ঘাঁটিতে দক্ষিণ কোরিয়া থেকে আসা ২০০ সফরকারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাস আতংকে জেরুজালেমের সেনা ঘাঁটিতে তাদের আবদ্ধ রাখা হয়।
বোরবার ইসরাইলি ইয়নেট নিউজ সাইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।
ইসরাইলি কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরেহ দেরি দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ইসরাইলে ভ্রমণ ও দেশটিতে ভ্রমণে বাধার বিষয়ে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন।
এর আগে টোকিওর প্রমোদতরী থেকে ইসরাইলে ফেরত যাওয়া এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজ থেকে ফেরত যাওয়া এক নারী যাত্রীর শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে ফেরত যাওয়া অন্য যাত্রীরা এতে আক্রান্ত হননি বলে জানানো হয়।
