Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ভারত আগমনের আগে টুইটে যা বললেন মোদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪০ এএম

ট্রাম্পের ভারত আগমনের আগে টুইটে যা বললেন মোদি

ট্রাম্প ও মোদি। ফাইল ফটো

ট্রাম্পপ্রীতিতে কোনো খামতি রাখতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তার থাকার বন্দোবস্তসহ সব খুঁটিনাটি বিষয়ে রয়েছে সরকারের কড়া নজর।

তিন দিনের জন্য পুরো একটি পাঁচতারকা হোটেলের ৪৩৮ কক্ষ বুক করা হয়েছে। দিল্লির হোটেল আইটিসি মৌর্যের অন্দরসজ্জায়ও চোখধাঁধানো ছোঁয়া।

হোটেলটির ১৫তলায় চাণক্য স্যুটে থাকবেন ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া। এ দম্পতির জন্য বরাদ্দ কক্ষটি বুলেটপ্রুপ।
এমন আতিথেয়তার আয়োজনের প্রস্তুতি নিয়ে ট্রাম্পের ভারত সফরের আগে টুইট করলেন নরেন্দ্র মোদি।

তিনি লেখেন, ‘ভারত আপনার আসার অপেক্ষায় রয়েছে। আপনার এই সফর অবশ্যই আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করতে চলেছে। আহমেদাবাদে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’  

এর আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, ‘মেলানিয়াকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করলাম।’

আর ট্রাম্পের সেই টুইটেরই জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এটিই প্রথম সরকারি ভারত সফর। মোদির জন্মভূমি গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদেই প্রথম সস্ত্রীক পা রাখবেন ডোনাল্ড ট্রাম্প।

ভারত সফরে থাকছেন ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প এবং তার স্বামী জারেদ কুশনার। এ ছাড়া থাকছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও' ব্রায়ান, ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুনুচিন, বাণিজ্যবিষয়ক সচিব উইলবার রস এবং জ্বালানি উৎপাদনকারী বিভাগের সচিব ড্যান ব্রাওলেট।

ট্রাম্প ও মেলানিয়ার বিমান আজ দুপুর ১২টা নাগাদ আহমেদাবাদ এয়ারপোর্টে অবতরণ করবে। তাদের স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে ‘নমস্তে ট্রাম্প’ নামের একটি প্রোগ্রামে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। এর পর তাদের পরবর্তী গন্তব্য দিল্লির আগ্রা। সূর্যাস্তের স্নান আলোয় ভালোবাসার স্থাপত্য তাজমহল দেখবেন তিনি।

 

ট্রাম্প ভারত টুইট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম